ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে বনদস্যু বাহিনী প্রধানসহ আটক ৪, অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
সুন্দরবনে বনদস্যু বাহিনী প্রধানসহ আটক ৪, অস্ত্র-গুলি উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে বনদস্যু বাহিনী প্রধান জিয়া ও তার সেকেন্ড ইন কমান্ড মাসুমসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা। এ সময় তাদের আস্তানা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার নীলডুমুরে ফিরে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম সুন্দরবনের কাটেশ্বর এলাকায় বনদস্যু জিয়া বাহিনীর আস্তানায় অভিযান চালায় র‌্যাব।  

আটক অন্য দু’জন হলেন, জিয়া বাহিনীর সক্রিয় সদস্য আলাউদ্দিন ও শিমুল।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কাটেশ্বর এলাকায় বনদস্যু জিয়া বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান জিয়াসহ ৪ জনকে আটক। এসময় ১৩টি আগ্নেয়াস্ত্র এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ১টি শ্যুটার গান, ৯টি পাইপ গান, ৩টি এলজি ও ৭ রাউন্ড গুলি রয়েছে।

তিনি আরও বলেন, ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে জিয়া বাহিনীর প্রধান জিয়া, তার সেকেন্ড ইন কমান্ড মাসুম ও সদস্য আলাউদ্দিনকে কুষ্টিয়া থেকে এবং শিমুলকে কলারোয়া উপজেলা থেকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনে অভিযান যায় র‌্যাব। সেখানে তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।