ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
নওগাঁয় ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার আবাদপুর এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রুমেল (২০) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এ আদেশ দেন।



রুমেল নওগাঁ সদর উপজেলার বলিরঘাট গ্রামের আবুল মাঝির ছেলে।

নওগাঁ সদর থানার পরিদর্শক (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে আবাদপুর এলাকায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে রুমেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ রুমেনকে আটক করে।

সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস রুমেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিলে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।