ঢাকা: রাজধানীর লালবাগে ওয়াসা কার্যালয়ের পাশের একটি হোটেলের ভেতরে ককটেল বিস্ফোরণে দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন, মো. আলম (৪০) ও মো. মাসুদ (২০)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগের শরিফ হোটেলের ভেতরে এ ঘটনা ঘটে।
হোটেলের কর্মচারী জাবেদ আলী জানান, তারা হোটেলের ভেতরে কাজ করছিলেন। হঠাৎ করে হোটেলের ভেতরে পরপর দু’টি ককটেল বিস্ফোরিত হয়। এতে আলম ও মাসুদ মারাত্মক আহত হন। আলমের দুই হাতে ও পায়ে এবং মাসুদের পায়ে ককটেলের স্প্লিন্টার বিঁধেছে।
ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তারা সেখানে চিকিসাধীন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫