ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

সাগর-সৈকত বাহিনীর বিরুদ্ধে ২ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
সাগর-সৈকত বাহিনীর বিরুদ্ধে ২ মামলা ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটে বন্দুকযুদ্ধে তিন দস্যু নিহত হওয়ার ঘটনায় দু’টি মামলা দায়ের করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আশরাফ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।


 
হত্যা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দু’টি দায়ের করা হয়। মামলায় নিহত তিনজনসহ সাগর-সৈকত বাহিনীর অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে।  
 
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, নিহতদের পরিচয় জানতে সংগঠনের পক্ষ থেকে তিনি পাথরঘাটা উপজেলায় লোক পাঠিয়েছিলেন।
 
নিহত সোহেল বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামের মোস্তফা মেম্বারের ছেলে এবং সাদ্দাম হোসেন মোল্লা একই উপজেলার পদ্মা গ্রামের সোনা মোল্লার ছেলে।  
 
এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জেলার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চাঁন্দেরস্বর ফরেস্ট ক্যাম্প সংলগ্ন কাটলার খালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে সাদ্দাম (২৭), সোহেল (২৫) ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন।
 
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

** বাগেরহাটে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ দস্যু নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।