ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

পরিচয় মিলেছে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
পরিচয় মিলেছে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম আলিম উদ্দিন।

তার বাড়ি রাজবাড়ী জেলায়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক নিহত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করেন।

মোজাম্মেল হক জানান, নিহত বৃদ্ধের কাছে কিছু-কাগজপত্র এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। ফোনে যোগাযোগ করে তার পরিবারের সদস্যদের মৃত্যুর সংবাদ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

** সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।