ঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম আলিম উদ্দিন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক নিহত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করেন।
মোজাম্মেল হক জানান, নিহত বৃদ্ধের কাছে কিছু-কাগজপত্র এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। ফোনে যোগাযোগ করে তার পরিবারের সদস্যদের মৃত্যুর সংবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
** সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত