ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

বিমান বন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
বিমান বন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বিমান বন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আব্দুল খালেক (২৪) নামের এক ব্যক্তি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের তিন চাকার ভ্যানগাড়ি চালাতেন নিহত খালেক।



বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। খালেক সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার সোনাপুর গ্রামের মোহাম্মদ কাদিরের ছেলে। রাজধানীর খিলক্ষেত মসজিদ মার্কেট এলাকায় বসবাস করতেন তিনি।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, পদ্মা অয়েল ফিলিং স্টেশনের সামনে একটি কোম্পানির তিন চাকার ভ্যান চালিয়ে যাওয়ার সময় ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয় একটি সিএনজি চালিত অটো রিকশা। অটোরিকশার ধাক্কায় এ সময় খালেক রাস্তায় ছিটকে পড়লে তাকে চাপা দেয় একটি প্রাইভেট কার। এ সময় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খালেকের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।