ঢাকা: বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলায় আহত লেখক অভিজিৎ রায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্ত্রী রাফিদা আহম্মেদ (৩৪) এর অবস্থাও আশঙ্কাজনক।
অভিজিৎ রায় লেখালেখি করেন। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
undefined
এর আগে রাত পৌনে ৯টার দিকে টিএসসি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ (৩৪)। বইমেলা থেকে বের হয়ে তারা টিএসসি এলাকা অতিক্রম করছিলেন।
অভিজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়ের ছেলে।
আহত রাফিদা জানান, গত এক সপ্তাহ আগে আমরা যুক্তরাষ্ট্র থেকে এসেছি। রাজধানীর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাড়িতে আছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।
অভিজিৎ রয়ের মাথায় এবং রাফিদা আহম্মেদের মাথা ও বাম হাতে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পরে একটি অনলাইন নিউজ পোর্টালের ফটো সাংবাদিক জীবন আহম্মেদ এবং শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান উদ্ধার করে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বাংলানিউজকে জানান, অভিজিৎ রায় ব্লগে লেখালেখি করতেন। তার জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তবে ড. হুমায়ূন আজাদকে যারা হত্যা করেছে, তারাই অভিজিৎকে হত্যা করেছে বলে তিনি মনে করেন।
** টিএসসিতে সন্ত্রাসী হামলায় দম্পতি জখম
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫/আপডেটেড- ২৩০২ ঘণ্টা