ফেনী: জেলার পুলিশ সুপার রেজাউল হকের সার্কিট হাউসের বাসায় পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শহরের সার্কিট হাউসের পুলিশ সুপারের বাসায় দুর্বৃত্তরা পাঁচটি ককটল বিস্ফোরণ ঘটায়।
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানান তিনি।

undefined
অপরদিকে, একই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর নাসির মেমোরিয়াল কলেজের সামনে গাড়ি ভাঙচুর কারার সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে তিনটি ককটেল ছোঁড়ে দুর্বৃত্তরা।
সেই ছোঁড়া ককটেল বিস্ফোরণে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দবার এবং ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)শাহিন মিয়া আহত হোন।
আহত দু’জনকেই ফেনীর সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে আব্দুল কাদের (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার রেজাউল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫