ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

আনিসুল- সাঈদ খোকনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
আনিসুল- সাঈদ খোকনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

ঢাকা: আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ী নেতা আনিসুল হক ও সাবেক মেয়র হানিফের ছেলে সাঈদ খোকনের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি’২০১৫) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাদের দু’জনকে গণভবনে ডেকে নেন এবং কথা বলেন।



মনোনয়নের বিষয়ে জানতে সাইদ খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী ডেকেছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণভবন গিয়েছিলাম। তিনি কাজ করে যেতে বলেছেন।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে উত্তর সিটি কর্পোরেশনে আনিসুল হকের নাম চূড়ান্ত বলে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। এবং দক্ষিণের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধ-হরতালের আন্দোলনের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী এপ্রিল-মে মাসের দিকে করার পরিকল্পনা করছে ইসি। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ নির্বাচন আয়োজনের অনুরোধ পায় কমিশন।

আট বছর ধরে ঝুলে আছে ডিসিসির নির্বাচন। বর্তমানে অনির্বাচিত প্রশাসক দিয়ে চলছে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি।

অবিভক্ত ডিসিসির শেষ নির্বাচিত মেয়র ছিলেন বিএনপির সাদেক হোসেন খোকা। ২০০৭ সালে তার মেয়াদ শেষ হওয়ার পর আর নির্বাচন হয়নি। এরপর ২০১১ সালে ডিসিসিকে দুই ভাগ করা হয়।

বাংলাদেশ সময়: ০১৩৬ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।