ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

যশোরে অর্ধশত বিদেশি টিয়া পাখি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
যশোরে অর্ধশত বিদেশি টিয়া পাখি উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: জেলার নিউমার্কেট খাজুরা বাসস্টান্ড এলাকা থেকে অর্ধশত বিদেশি টিয়া পাখি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে পাখিগুলো উদ্ধার করে বিকেলে খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়।



র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের এএসপি শাহেদ আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৬৬৬১) একটি বাসে তল্লাশী করে ৫০টি বিদেশি টিয়া পাখি উদ্ধার করা হয়।

বিকেলে খুলনা বন্যপ্রাণি বিভাগের কর্মকর্তারা এসে পাখিগুলোকে বিদেশি টিয়া জাতীয় পাখি (Exotic Parrot) হিসেবে শনাক্ত করেন।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের মেজর আশরাফ উদ্দিন বাংলানিউজকে বলেন,  এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ওই পাখি বহনকারী বেনাপোলের গাতীপাড়া এলাকার মোশারফ হোসেনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পাখিগুলোর দাম কমপক্ষে সাড়ে তিন লাখ টাকা হবে বলে জানান মেজর আশরাফ উদ্দিন।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।