ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

‘অভিজিৎ টার্গেট ওরিয়েন্টেড কিলিং’

ইমরান আলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
‘অভিজিৎ টার্গেট ওরিয়েন্টেড কিলিং’ ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘অভিজিৎ টার্গেট ওরিয়েন্টেড কিলিং, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কাজ এটি। অনেক সময় জনসমাগম এলাকায় টার্গেট ওরিয়েন্টেড কিলিং এ অংশ নেয়াদের হাতে নাতে ধরা কঠিন হয়ে যায়।



মুক্তমনা ব্লগের সম্পাদক হিসেবে পরিচিত প্রগতিশীল ব্যক্তি যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়কে টিএসসির মত জনসমাগম এলাকায় নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা এরইমধ্যে তদন্ত শুরু করেছি। অভিযানও চলছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও সিআইডি তাদের কার্যক্রম শুরু করেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিজিৎ একজন মুক্ত চিন্তার মানুষ বলে আমাদের নিকট তথ্য রয়েছে। এই ধরনের ব্যক্তিকে কারা হত্যা করতে পারে তার হত্যাকাণ্ডে কারা বেশি লাভবান হতে পারে সেই বিষয়টি মাথা রেখেই তদন্ত শুরু হয়েছে।      

তিনি বলেন, নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমাদের ধারণা তারা বই মেলা থেকেই তাদের টার্গেট করে আসছিল। বই মেলার বাইরে তারা চলে আসার পর তাকে হিট করা হয়েছে।                                                                                                                                            

২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি মুক্তমনা মানুষ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ন আজাদকে কুপিয়ে গুরুতর জখমের ৮ বছর পূর্তির ঠিক একদিন আগে একই কায়দায় ব্লগার ও প্রগতিশীল ব্যক্তিত্ব অভিজিৎ রায়ের উপর হামলা হলো। অভিজিৎকেও দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করে। তাকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা প্রতিরোধের চেষ্টা করায় দুর্বৃত্তরা তাকেও উপর্যুপুরি চাপাতি দিয়ে আঘাত করে। তিনিও মারাত্মক জখম হয়েছেন।

undefined


ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে দুর্বৃত্তদের ফেলা যাওয়া চাপাতি উদ্ধার করে। সিআইডির ইন্সপেক্টর মুর্তুজা কবিরের নেতৃত্বে ক্রাইম সিনের একটি ইউনিট ও সেখানে আসেন। তারাও মামলার অধিকতর তদন্তের জন্য আলামত সংগ্রহ করে।

এদিকে শতশত লোকের সামনে প্রকাশ্য কুপিয়ে খুন করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তরা কারা এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেন, খুনিরা প্রশিক্ষিত না হলে শতশত লোকের সামনে দিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব ছিলনা। এছাড়া মূল কিলিংয়ে ২ জন অংশ নিলেও খুনের সঙ্গে পরোক্ষাভাবে আরো অন্তত ১০/১৫ জন ছিল।

কর্মকর্তারা জানান, দুই ঘাতকদের রক্ষা করতে তাদেরই আশে পাশেই অবস্থান ছিল। তারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে।

খুনের সঙ্গে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সম্পৃক্ততা থাকার সম্ভাবনাই বেশি বলেও জানান গোয়েন্দা কর্মকর্তারা।

তারা জানান, মুক্ত চিন্তা ব্যক্তিদের হত্যার ধারাবাহিক মিশনেরই একটি অংশ কি না তাও যাছাই বাছাই করা হচ্ছে। কেননা অন্যান্য আরো ৬টি হত্যাকাণ্ডের ঘটনাও প্রায় একই ধরনের।

ঘটনাস্থল পরিদর্শনে আসা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সাংবাদিকদের জানান, একেবারে নিশ্চিত হয়ে খুনের কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছেনা। তবে খুনের ধরন দেখে অনেক কিছুই অনুমান করা যায়।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘাতকদের গ্রেফতারে কাজ করছে।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তারপরও খুনিদের গ্রেফতারে থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।

খুনের কারণ হিসেবে তিনিও কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে মত দেন।

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি গত আট বছর যাবত পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়ের ছেলে।

এবার একুশের বইমেলায় দুটি বই প্রকাশ হয়েছে অভিজিতের, সে কারণেই গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরেছিলেন।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে অবিশ্বাসের দর্শন, ‘আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’, ‘মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে’, ‘ভালবাসা কারে কয়’, স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি, সমকামিতা : বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

** বিচারহীনতার কারণেই একের পর এক হত্যাকাণ্ড
** সন্ত্রাসী হামলায় লেখক অভিজিৎ নিহত, আহত স্ত্রী
** অভিজিৎ হত্যাকারীদের ধরতে অভিযান চলছে
** সন্ত্রাসী হামলায় লেখক অভিজি‍ৎ রায় নিহত, আহত স্ত্রী
** সন্ত্রাসী হামলায় আহত লেখক অভিজিৎ রায়ের মৃত্যু
** টিএসসিতে সন্ত্রাসী হামলায় দম্পতি জখম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।