বেনাপোল (যশোর): সীমান্তে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর ঘুষ বাণিজ্যের কারণে মাদক নেশায় যুবসমাজ ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেছেন জেলার শার্শা উপজেলা চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান নিরোধ ও উন্নয়ন কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তরুণ ও যুবকদের বাঁচাতে বাবা-মায়ের পাশাপাশি পুলিশ-বিজিবিসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার প্রয়োজন রয়েছে। প্রশাসনের সদস্যরা কোনো মাদক বিক্রেতার কাছ থেকে সাপ্তাহিক বা মাসিক উৎকোচ না নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে মাদক পাচার ও ব্যবসা বন্ধ হবে।
মাদক পাওয়া না গেলে তরুণ ও যুবকরা এপথ থেকে সরে আসতে বাধ্য হবে বলেও জানান তিনি।
সিরাজুল হক মঞ্জু বলেন, শার্শা উপজেলার রাস্তার পাশে, অলিতে-গলিতে এখন মাদকের আখড়া তৈরি হয়েছে। যত্রতত্র বিক্রি হচ্ছে ফেন্সিডিল-ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য।
শার্শা উপজেলা সহকারি কমিশনার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আফরোজ, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়ারাব হোসেন, কায়বা ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানূর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আলীম রেজা বাপ্পি, শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, কৃষি কর্মকর্তা হিরক কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, প্রকৌশলী কামরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ তাজিয়া, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) আ. রহিম, পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামছুর রহমান, ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শিশির ও বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আয়ুব আলী সরদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫