ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

জঙ্গিদের দায়ী করে অভিজিতের বাবার মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
জঙ্গিদের দায়ী করে অভিজিতের বাবার মামলা অভিজিৎ রায়

ঢাকা: লেখক অভিজিৎ রায় হত্যার ঘটনায় জঙ্গিদের দায়ী করে মামলা দায়ের করেছেন তার বাবা বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহবাগ থানায় তিনি মামলাটি দায়ের করেন।



শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় অজয় রায় দেশের জঙ্গিদের গোষ্ঠীদের দায়ী করেছেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই আমরা আসামিদের খুঁজে বের করার চেষ্টা করছি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে টিএসসি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ বন্যা (৩৪)। বইমেলা থেকে বের হয়ে তারা টিএসসি এলাকা অতিক্রম করছিলেন।

পরে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা অভিজিৎ ও রাফিদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করেন। রাফিদাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিজিৎ রায় লেখালেখি করেন। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা।

আহত রাফিদা জানান, গত এক সপ্তাহ আগে আমরা যুক্তরাষ্ট্র থেকে এসেছি। রাজধানীর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাড়িতে আছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।

অভিজিৎ রায়ের মাথায় এবং রাফিদা আহম্মেদের মাথা ও বাম হাতে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরে একটি অনলাইন নিউজ পোর্টালের ফটো সাংবাদিক জীবন আহম্মেদ এবং শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান উদ্ধার করে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বাংলানিউজকে জানান, অভিজিৎ রায় ব্লগে লেখালেখি করতেন। তার জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ড. হুমায়ূন আজাদকে যারা হত্যা করেছে, তারাই অভিজিৎকে হত্যা করে থাকতে পারে।

এবার একুশের বইমেলায় দুটি বই প্রকাশ হয়েছে অভিজিতের, সে কারণেই গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরেছিলেন।

অভিজিৎ রায়ের প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে অবিশ্বাসের দর্শন, ‘আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’, ‘মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে’, ‘ভালবাসা কারে কয়’, স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি, সমকামিতা : বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে একইভাবে চাপাতি দিয়ে লেখক হুমায়ুন আজাদের ওপর হামলা হয়েছিল। ওই হামলায় জঙ্গিরা জড়িত ছিল বলে পরে তদন্তে বেরিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

** অভিজি‍ৎ হত্যার নিন্দা অনুসন্ধিৎসু চক্রের
** ‘অভিজিৎ টার্গেট ওরিয়েন্টেড কিলিং’
** বিচারহীনতার কারণেই একের পর এক হত্যাকাণ্ড
** সন্ত্রাসী হামলায় লেখক অভিজিৎ নিহত, আহত স্ত্রী
** অভিজিৎ হত্যাকারীদের ধরতে অভিযান চলছে
** সন্ত্রাসী হামলায় লেখক অভিজি‍ৎ রায় নিহত, আহত স্ত্রী
** সন্ত্রাসী হামলায় আহত লেখক অভিজিৎ রায়ের মৃত্যু
** টিএসসিতে সন্ত্রাসী হামলায় দম্পতি জখম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।