ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

হিজলায় পিকআপভ্যান চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
হিজলায় পিকআপভ্যান চাপায় শিশু নিহত

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় কাউড়িয়া বড়ব্রিজ এলাকায় পিকআপভ্যানের চাপায় তাসলিমা (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



মৃত শিশু তাসলিমা মেহেন্দিগঞ্জের আজিমপুর গ্রামের রহিম হাওলাদারের মেয়ে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার বাংলানিউজকে জানান, সকালে কাউড়িয়া বড়ব্রিজ এলাকায় সড়কে তাসলিমা পাতা কুড়াচ্ছিল। এ সময় বরিশালে থেকে ছেড়ে আসা পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পিকআপভ্যান ও চালককে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।