ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যতক্ষণ পর্যন্ত না অভিজিৎ হত্যাকারীদের গ্র্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত গণজাগরণ মঞ্চের কর্মীদের শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।



এ সময় তিনি বলেন, অভিজিতের ওপরে হামলা অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার ওপরে হামলা। এ হত্যাকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নেব না।

এখনই আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে। জঙ্গিবাদী ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে বাংলাদেশ পাকিস্তানে পরিণত হওয়ার জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া ছাড়া উপায় থাকবে না, বলেন ইমরান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন, জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্র্রে ঢুকে গেছে। এদেরকে এখনই ঝেঁটিয়ে বিদায় করতে হবে। না হলে কারও রক্ষা পাবার উপায় নেই।

এ সময় তিনি মৌলবাদীদের অর্থনৈতিক শক্তি গুঁড়িয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত আছেন, গণজাগরণ কর্মী জীবনানন্দ জয়ন্ত, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য সনাতন মালো, মানবাধিকার সংগঠক অ্যারোমা দত্তসহ গণজাগরণ, উদীচীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০‌১৫

** অভিজিৎ হত্যার নিন্দা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির
** জঙ্গিদের দায়ী করে অভিজিতের বাবার মামলা
** অভিজি‍ৎ হত্যার নিন্দা অনুসন্ধিৎসু চক্রের
** ‘অভিজিৎ টার্গেট ওরিয়েন্টেড কিলিং’
** বিচারহীনতার কারণেই একের পর এক হত্যাকাণ্ড
** সন্ত্রাসী হামলায় লেখক অভিজিৎ নিহত, আহত স্ত্রী
** অভিজিৎ হত্যাকারীদের ধরতে অভিযান চলছে
** সন্ত্রাসী হামলায় লেখক অভিজি‍ৎ রায় নিহত, আহত স্ত্রী
** সন্ত্রাসী হামলায় আহত লেখক অভিজিৎ রায়ের মৃত্যু
** টিএসসিতে সন্ত্রাসী হামলায় দম্পতি জখম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।