ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

‘অভিজি‍ৎ খুনের বিরুদ্ধে আমরাই রুখে দাঁড়াবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
‘অভিজি‍ৎ খুনের বিরুদ্ধে আমরাই রুখে দাঁড়াবো’ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ঘটনার গভীর সমবেদনাও জানান তিনি।



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনুল হক ইনু বলেন,  সভ্যতার বাহক প্রকৌশলী অভিজিৎ মারা গিয়েছেন, কিন্তু আমরা বেঁচে আছি। আমরাই এই খুনি জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

তিনি বলেন, বাংলাদেশে দানবের অনুপ্রবেশ ঘটেছে। তিন দাগের এ দেশকে রক্ষা করতে হলে এদের মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, সভ্যতার বাহক প্রকৌশলীগণ। তারা বিয়োগকে যোগে পরিণত করতে পারেন। অপরদিকে সভ্যতার শত্রু জঙ্গিবাদ। শান্তির বাংলাদেশ গড়তে  চ্যালেঞ্জ নিয়ে প্রকৌশলীদেরকে টেকসই সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এস এস খান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালেদা বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক খালেদা একরাম।

অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পরিচালক অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের কো-অর্ডিনেটর ড. ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূইয়া, গ্রান্ড রিইউনিয়নের অর্গানাইজিং কমিটির কনভেনর মুনিরুদ্দিন আহমেদ  প্রমুখ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে টিএসসি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ বন্যা (৩৪)। বইমেলা থেকে বের হয়ে তারা টিএসসি এলাকা অতিক্রম করছিলেন।

পরে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা অভিজিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাফিদাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিজিৎ রায় লেখালেখি করেন। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা।

আহত রাফিদা জানান, গত এক সপ্তাহ আগে আমরা যুক্তরাষ্ট্র থেকে এসেছি। রাজধানীর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাড়িতে আছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।