ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের পুনর্মিলনি অনুষ্ঠান শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বুয়েটের খেলার মাঠে সকাল ১১টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এস এস খান বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য একটি আর্কাইভ এবং সংগঠনের (অ্যালামনাই অ্যাসোসিয়েশন) নির্দিষ্ট লক্ষ্য থাকলে ভালো হয়। আশা করি আগামীতে আরও এগিয়ে যাবে বুয়েট।
বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম বলেন, অগ্রগতির ধারায় রয়েছে বুয়েট। ভবিষ্যতে বুয়েটকে আরও শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
এ সময় ২০১৪ সালের বুয়েটের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে খেলাধুলা, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নকশা প্রদর্শনী।
অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক ও অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক প্রকোশৗলী ড. সাদেকুল ইসলাম ভূইয়া, গ্র্যান্ড রিইউনিয়নের সাংগঠনিক কমিটির আহ্বায়ক মুনিরুদ্দিন আহমেদ ।
এছাড়াও বুয়েটের সাবেক ছাত্র তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫