কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের সিকদারপাড়ায় নছিমন উল্টে মো. ইমন (১৩) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইমন ওই ইউনিয়নের ডিকপাড়ার মো. এছাহারুল হকের ছেলে ও ডিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারিক সূত্র জানায়, সকালে ইমন পিএমখালী বাজার থেকে নছিমনে করে বাড়ি ফিরছিল। পথে নছিমনটি সিকপাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।
পরে ইমনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫