ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে তিনটি পিস্তলসহ বাবু (২৮) এবং শাহলাল (৩১) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার হওয়া দুজনের কাছ থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রাজধানী মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫