ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিষ্ঠানের সফলতা দক্ষ মানবসম্পদের ওপর নির্ভরশীল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
প্রতিষ্ঠানের সফলতা দক্ষ মানবসম্পদের ওপর নির্ভরশীল ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কোনো প্রতিষ্ঠানের সফলতা সেই প্রতিষ্ঠানের দক্ষ মানবসম্পদের ওপর অনেকটাই নিভর্রশীল। দক্ষ মানবসম্পদ পেশাজীবীরাই একটি প্রতিষ্ঠানের কর্মীদের প্রধান সম্পদে রূপান্তর করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বক্তারা।



দেশবিদেশের খ্যাতনামা মানবসম্পদ বিশেষজ্ঞদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে চতুর্থ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য- 'পিপল ড্রাইভ বিজনেস'।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চতুর্থ আন্তর্জাতিক এইচআর সম্মেলনে বক্তারা এ সব কথা বলেন।

বিএসএইচআরএম-এর কোষাধ্যক্ষ মাশেকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত রয়েছেন- অস্ট্রেলিয়া এইচআর ইনস্টিটিউটের সভাপতি পিটার উইলসন, ভারতের এইচআর বিশেষজ্ঞ টি ভি রাও প্রমুখ।

প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

সম্মেলনে সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, বতর্মানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রতিটি প্রতিষ্ঠানে দক্ষ মানবসম্পদ থাকতে হবে। আজকের সম্মেলনে বিখ্যাত মানবসম্পদ ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছে, যাতে আমাদের দেশের ব্যক্তিরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারেন।

তিনি বলেন, বৈশ্বিক যুগে মানবসম্পদ ব্যবস্থাপনার ধারণা ব্যবসায়িক খাতে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এটা প্রমাণিত যে, শুধু দক্ষ ও সক্ষম ব্যক্তিরাই প্রতিষ্ঠানে ভিন্নতা আনতে পারেন। তারাই প্রতিষ্ঠানের দিক পরিবর্তন করতে পারেন।

পিটার উইলসন বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া সামনে আগানো সম্ভবপর নয়। বাংলাদেশ মানবসম্পদ উন্নয়নে বেশ এগিয়েছে। সামনে আরো আগাবে বলে আশা করছি।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। কারণ, প্রযুক্তি ব্যবহারে কম সময়ে বেশি কাজ করা সম্ভব। তাছাড়া প্রযুক্তি ব্যবহারে সময়ও কম লাগে এবং তথ্য নিভুর্লভাবে সংরক্ষণ করা সম্ভব।

সংগঠনের কোষাধ্যক্ষ মো. মাশেকুর রহমান বলেন, দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ার মাধ্যমে আমাদের ১৬ কোটি মানুষকে সম্পদে রূপান্তর করা সম্ভব বলে আমি আশা করি।

তিনি বলেন, শুধুমাত্র এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করেই দেশকে মধ্যআয়ের দেশে পরিণত করা সম্ভব। এ জন্য বাংলাদেশে পৃথক মানবসম্পদ মন্ত্রণালয় প্রয়োজন।

তিনি আরো বলেন, মানবসম্পদ ব্যবস্থাপনা ব্যতীত একটি দেশের বা প্রতিষ্ঠানের অন্যান্য সম্পদ দক্ষ ও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব নয়।

আজকের এ সম্মেলনে বিখ্যাত ব্যক্তিদের অনুপ্রেরণা এ দেশের মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

** চতুর্থ মানবসম্পদ সম্মেলন শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।