ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
গাজীপুরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

গাজীপুর: গাজীপুরে স্বামীকে পাঁচ তলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী শিরিন আক্তারকে (২৮) আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।



নিহত হাজী মাসুদ রানা (৩০) গাজীপুর শহরের ২৩৫ উত্তর ছায়াবিথি এলাকার ৫তলা একটি ভবনের দোতলায় বসবাস করতেন। তার বাড়ি গাজীপুর উপজেলার ভাওরাইদ গ্রামে।

পুলিশ জানায়, পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বাসার ছাদের অনেকটা অংশ জুড়ে রক্তের দাগ এবং একাধিক লোকের পায়ের ছাপ রয়েছে। ধাস্তাধস্তির আলামতও পাওয়া গেছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী শিরিন আক্তারকে (২৮) আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।