ঢাকা: যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার প্রস্তাব করেছে দেশটি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের এক সংবাদ সম্মেলনে দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন সাকি এ হত্যাকাণ্ডকে নির্মম আখ্যা দিয়ে এ প্রস্তাব করেন। বাংলাদেশ প্রয়োজন মনে করলেই যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সহযোগিতা করবে, বলেন তিনি।
তিনি বলেন, পাশবিক সহিংসতায় তাকে হারিয়েছি আমরা। এ সময় অভিজিৎ রায়ের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের উদ্দেশ্যে সমবেদনা জানান তিনি।
এই মুখপাত্র আরো বলেন, এমন কাপুরুষোচিত হামলা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধেই নয় বরং তা বাংলাদেশের মহান সংবিধান এবং দেশটির মুক্তবুদ্ধির চর্চার ঐতিহ্যের উপরেই আঘাত।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
** মতপ্রকাশের স্বাধীনতা চায় জাতিসংঘ