যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া তালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোজাম্মেল হক (৪০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোজাম্মেল হক খুলনার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের মৃত নকিন উদ্দিনের ছেলে। তিনি খুলনার তেরখাদা উপজেলার আজগরা পুলিশ ফাঁড়ির টুআইসি হিসেবে কাজ করতেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মোজাম্মেল হক মোটরসাইকেলে করে খুলনা যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন মোজাম্মেল হককে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির বাংলানিউজকে বলেন, এএসআই মোজাম্মেল হক যশোর জজ কোর্টে সাক্ষী দিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫