ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রসঙ্গ অভিজিৎ রায়

মতপ্রকাশের স্বাধীনতা চায় জাতিসংঘ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
মতপ্রকাশের স্বাধীনতা চায় জাতিসংঘ

ঢাকা: বিজ্ঞান লেখক ও ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

একই সঙ্গে বাংলাদেশে সুশীল সমাজের মত প্রকাশের স্বাধীনতা অবারিত থাকার প্রত্যাশা করেছে সংস্থাটি।



নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিয়মিত প্রশ্নোত্তর পর্বে শুক্রবার বান কি-মুনের মুখপাত্র স্টিফান ডুজারিক এ সব কথা জানান।

এ সময় তিনি অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের যথাযথ ও দ্রুত বিচারের আশাও প্রকাশ করেন তিনি।

জা‌‌তিসংঘের মানবাধিকার বিষয়ক সদস্যরা নিয়মিত বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।