ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-চট্টগ্রাম রেলপথের বেঁকে যাওয়া অংশ মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বেঁকে যাওয়া ৩০-৪০ ফুট রেলের শিক ঠিক করার পর ট্রেন চলাচল শুরু হয়।



আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী সহকারী প্রকৌশলী রুহুল আমীন খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এরআগে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর এলাকায় প্রচণ্ড তাপে রেলপথের প্রায় ৩০-৪০ ফুট রেলের শিক বাঁকা হয়ে যায়।

এ সময় চট্টগ্রামগামী যাত্রীবাহী কর্ণফুলী একপ্রেস ট্রেনটি আটকা পড়ে। পরে রেলওয়ে প্রকৌশলী (পথ) বিভাগের লোকজন এসে লাইনটি মেরামত করে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।