ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি অভিজিৎ রায়

ঢাকা: অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। একই সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।



শনিবার (২৮ ফেব্রুয়ারি) সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, ঘটনাটি রাষ্ট্রকে দখল করতে উগ্রধর্মীয় মৌলবাদী জঙ্গি তৎপরতার অংশ হিসাবে দেখছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

‘শুধু তাই নয়, অভিজিৎ রায়ের ওপর যেভাবে হামলা হয়েছে ঠিক এভাবেই ২০০৪ সালে লেখক ড. হুমায়ূন ‍আজাদের ওপর হামলা করা হয়েছিল। একই কায়দায় হামলা করা হয়েছিল নিহত অধ্যাপক মোহাম্মদ ইউনুস, ব্লগার রাজীব হায়দারের ওপরও,’—বলা হয় বিবৃতিতে।   

দেশের স্বাধীনতা রক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির প্রচেষ্টা নস্যাৎ এর ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানানো হয় ওই বিবৃতিতে।

একই সঙ্গে এ ঘটনার পরিকল্পনাকারীদের খুঁজে বের করে গ্রেফতার করে দৃষ্ট‍ান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।