সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির ও সাঈদী মুক্তি মঞ্চের সভাপতি আনারুল ইসলামকে নাশকতার দায়ে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল ৫টার দিকে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।
এর আগে সকালে নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলার তালতলা বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, আনারুল ইসলাম প্রতাপনগরে সাঈদী মুক্তি মঞ্চ তৈরির উদ্যোক্তা। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর প্রতাপনগরে সাঈদী মুক্তি মঞ্চ গড়ে তোলেন আনারুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫