খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কানুনগো পাড়া থেকে দেশিয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শনিবার বিকেল ৪টার দিকে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- জেলার দীঘিনালা উপজেলার কলেজ পাড়া এলাকার বাসিন্দা মৃত. রবীচন্দ্র চাকমার ছেলে অসীন চাকমা (৩২) ও একই উপজেলার নুনছড়ি এলাকার বাসিন্দা শুভংকর চাকমার ছেলে সুসময় চাকমা (৩০)।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার কানুনগো পাড়া এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে দেশিয় তৈরি এলজি ও কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫