ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
পানছড়িতে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার ছবি: প্রতীকী

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কানুনগো পাড়া থেকে দেশিয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার বিকেল ৪টার দিকে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



এরা হলেন- জেলার দীঘিনালা উপজেলার কলেজ পাড়া এলাকার বাসিন্দা মৃত. রবীচন্দ্র চাকমার ছেলে অসীন চাকমা (৩২) ও একই উপজেলার নুনছড়ি এলাকার বাসিন্দা শুভংকর চাকমার ছেলে সুসময় চাকমা (৩০)।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার কানুনগো পাড়া এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে দেশিয় তৈরি এলজি ও কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।