ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় বেসরকারি টেলিভিশন দেশ টিভিসহ সাতটি যানবাহনে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার পৌনে সাতটার দিকে মৌচাকে অবস্থিত টিভি চ্যানেলটির ভবনের বিপরীত পাশের রাস্তায় দাঁড়ানো গাড়িতে আগুন ধরিয়ে দেয় অবরোধ-হরতাল সমর্থকরা।
প্রায় একই সময়ে যাত্রাবাড়ীর কলার আড়তের সামনে দুটি কাভার্ড ভ্যান ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া খিলগাঁওয়ে একটি প্রাইভেট কার এবং বনানীতে আরেকটি বাসে আগুন জ্বেলে দেয় তারা।
মৌচাকে বাসে আগুন দেওয়ার সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং ৪-৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধ-হরতাল সমর্থকরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজন কুমার সরকার বাংলানিউজকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল বাংলানিউজকে জানান, সংবাদ পাবার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫