ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রয়াস-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
প্রয়াস-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা: বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাস্থ প্রয়াস ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।

দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৭০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে অন্যতম ছিল দৌড়, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ঝুড়িতে বল ফেলা ও বৌচি প্রতিযোগিতা।

সমাপনী দিনে শিক্ষার্থীদের পরিবেশনায়  মনো মুগ্ধকর ডিসপ্লে এবং যেমন খুশি তেমন সাজ- প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক ম‍ুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ- জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলৈন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।