সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে হাতুড়ি দিয়ে পিটিয়ে রবিউল করিম(৩৫) নামে এক যুবকের দু’পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে নওখাদা গ্রামের শুকুর আলীর ছেলে মুনসুর আলী ও তার লোকজন রবিউল করিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দু’পা ভেঙে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫