ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে যুবককে হাতুড়িপেটা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
তাড়াশে যুবককে হাতুড়িপেটা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে হাতুড়ি দিয়ে পিটিয়ে রবিউল করিম(৩৫) নামে এক যুবকের দু’পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রবিউল করিম নওখাদা গ্রামের বাছের আলী মুন্সীর ছেলে।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার বাংলানিউজকে জানান,  পূর্ব বিরোধের জের ধরে নওখাদা গ্রামের শুকুর আলীর ছেলে মুনসুর আলী ও তার লোকজন রবিউল করিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দু’পা ভেঙে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।