ঢাকা: কৃষি ফসল উৎপাদন ও কৃষিপণ্য বাজারজাতকরণ করতে গিয়ে কৃষকরা কী কী সমস্যায় পরছেন তার সব ধরনের তথ্য ও পরামর্শ মিলবে ‘আগামীর কৃষক, ই-কৃষক ক্যাম্পেইনে’। এছাড়া প্রযুক্তির সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণও দেয়া হবে কৃষকদের।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইন সম্পর্কে পিআর অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কৃষকরা ওই ক্যাম্পেইন সম্পর্কে তাদের মতামত তুলে ধরে বলেন, গ্রাম পর্যায়ের কৃষকরা এখনো প্রযুক্তির সঙ্গে সরাসরিভাবে জড়িত হতে পারেনি। শিক্ষার হার কম থাকায় অনেকেই ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জানেন না। তাই এ বিষয়ে নানা প্রশিক্ষণ দিলেই এ ক্যাম্পেইনের সুফল পাওয়া যাবে।
কৃষকরা বলেন, কৃষককে ঠকানো খুবই সহজ। সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষিপণ্য যেন মানসম্মত হয় সেদিকে খেয়াল রেখে নীতি নির্ধারকদের কাজ করতে হবে। এ ধরণের কর্মসূচি দিয়ে কৃষকরা ভালো উপকৃত হতে পারবেন। তবে আর্থিক নয়, সেবার মনোভাব নিয়ে কাজ চালিয়ে যেতে হবে।
বিআইআইডি চিফ এক্সিকিউটিভ অফিসার শহীদ উদ্দিন আকবর জানান, গ্রামীণ যুব সমাজ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেন তাদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারেন। স্মার্ট ভিলেজ, স্মার্ট কৃষক, ফার্ম বুকসহ বিভিন্ন কার্যক্রমও রয়েছে তাদের।
তিনি বলেন, আগামীর কৃষক, ই-কৃষক এ ক্যাম্পেইনের মাধ্যমে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে কৃষকরা ১৬২৫০ নম্বরে ভয়েস কল অথবা এসএমএস (চার্জ) এর মাধ্যমে পরামর্শ সেবা পেতে পারেন। গত বছরের ১৭ জুন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, কৃষক এবং কৃষি পণ্য ব্যবসায়ীরা কীভাবে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে সঠিক ও কার্যকর কৃষি সম্প্রসারণ সেবা পেতে পারেন সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করাও এ ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য।
বিআইআইডি সম্পর্কে তারা জানান, ২০০৮ সালে দেশের ১০টি স্থানে ই-কৃষক ক্যাম্পেইনের মাধ্যমে যাত্রা শুরু করে বিআইআইডি। বর্তমানে সাড়ে তিনশ’
উপজেলায় কৃষকদের এ সেবা দিয়ে আসছে তারা। ক্যাম্পেইনটির সহযোগিতায় রয়েছে বেসরকারি টেলিকম সংস্থা গ্রামীণফোন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিআইআইডি’র কনসালটেন্ট শাকীর মুনীম’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান সোহেল, কৃষি কর্মকর্তা আব্দুল গফুর, বিআইআইডি’র প্রজেক্ট ম্যানেজার সুমাইয়া নূর, কৃষক আলাউদ্দিন, সাইদুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫