জয়পুরহাট: জয়পুরহাট-আক্কেলপুর সড়কের নতুন হাট এলাকায় ককটেল বিস্ফোরণে স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহসান হাবীব নামে এক ভটভটি চালক আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিরাজুল ইসলাম সিরাজ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।
আহত ভটভটি চালক জয়পুরহাট সদর উপজেলার তেঘর গ্রামের ফোরকানিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে আকস্মিকভাবে একটি ককটেল বিস্ফোরণ ঘটলে ওই স্থানে থাকা ভটভটি চালকের বাম উড়ুতে ককটেলের স্প্লিন্টার লেগে চামড়া উঠে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, এ ঘটনার কিছু সময় পর একই এলাকায় আরো একটি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫