ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ‘ইয়াং বাংলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
গোপালগঞ্জে ‘ইয়াং বাংলা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: সারাদেশের যুবকদের এক কাঁত‍ারে এনে তাদের স্বপ্নের কথা ও আগামী দিনে দেশ গড়ার প্রত্যয়ের কথা শুনতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ‘ইয়াং বাংলা’ অনুষ্ঠান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম মাঠে প্রায় ১০ হাজার তরুণ-তরুণী এ অনুষ্ঠানে অংশ নেয়।



বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা থেকে তারা এ অনুষ্ঠানে আসেন। এরআগে সকাল থেকে অনুষ্ঠানে আসা সবাই নিবন্ধন করেন।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিকেল ৫টায় শুরু হয় অনুষ্ঠান। এরপর অনুষ্ঠানের আহ্বায়ক সংসদ সদস্য নাঈম রাজ্জাক স্বাগত বক্তব্য রাখেন।

পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গোপালগঞ্জ অংশের সমন্বয়ক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কাশিয়ানী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মীনা জামান প্রমুখ।

অনুষ্ঠানে অর্পণা বালা লাকী, দুলাল শরীফসহ বেশ কয়েকজন যুবক ও নারী তাদের কাজ ও সফলতা নিয়ে বক্তব্য রাখেন। সবশেষে রাতে শুরু হয় ব্যান্ডদল ওয়ারফেজ গান পরিবেশন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।