ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় যাত্রীবাহী রিকশাকে পিছন থেকে ধাক্কা দেওয়ার পর মাত্র দেড়শ টাকা জরিমানা দিয়ে শাস্তি থেকে মুক্তি পেলেন এক বাসচালক।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেরুল বাড্ডার বাইতুন-নুর জামে মসজিদের বিপরীতের রাস্তায় এ ঘটনা ঘটে।
ওই বাসের যাত্রী আব্দুল মান্নান জানান, সুপ্রভাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে রিকশার চাকা ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এসময় রিকশার চালক ও যাত্রীদের সঙ্গে বাসচালকের কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাস চালকের ওপর ক্ষেপে যায়। জনগণের চাপে পড়ে রিচাকশা চালককে ক্ষতিপূরণ হিসেবে দেড়শ টাকা দেন বাসচালক।
আব্দুল মান্নান জানান, দেড়শ টাকা দিয়ে বাসচালকের অন্যায়কে ঢেকে দেওয়া হলো। এভাবেই প্রতিনিয়িত অপরাধ চাপা পড়ে অল্প কিছু টাকার বিনিময়ে। যদি এসব অপরাধেরও সঠিক বিচার হতো তাহলে কিছুটা হলেও অপরাধ কমে যেত।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫