ঢাকা: ব্লগার-লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার ঘটনায় হুমকিদাতাদের খুঁজছে আইন-শৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজনদের তালিকার প্রথমে থাকা শফিউর রহমান ফরাবিকে টার্গেট করে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ।
এছাড়া হত্যার দায় স্বীকার করে টুইট করা আনসার বাংলা ৭ এর পরিচয় অনুসন্ধানেও কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন মোটিভে জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব সূত্র বাংলানিউজকে এসব বিষয় জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (রমনা জোন) শিবলী নোমান বাংলানিউজকে বলেন, আমরা নিশ্চিত হক্যাকাণ্ডটি উগ্রপন্থীদের কাজ। কারা অভিজিৎকে হুমকি দিয়ে আসছিলেন, তাদের তালিকা ধরে মামলাটিতে এগোনো শুরু করেছি।
তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
‘প্রধান সন্দেহভাজন হিসেবে ফারাবিকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি,’— যোগ করেন এসি শিবলী নোমান।
এদিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ব্লগারদের টার্গেট করে ক্রমান্বয়ে হত্যা করছে একটি গ্রুপ। এর আগে রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে হত্যাচেষ্টা, মোহাম্মদপুরে রাকিব মামুন নামে এক ব্লগারকে গুলি ও আশুলিয়ায় আরেক ব্লগারকে একইভাবে হত্যা করা হয়েছিল।
ওই সময়ের পর 'আনসার আল শরিয়া' ও 'আনসার আল ইসলাম' নামে দুটি সংগঠন খুনের দায় স্বীকার করে। এছাড়া মিরপুরে ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের পর উগ্রপন্থীদের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নাম উঠে আসে। তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। তাকেও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানা সূত্র।
গোয়েন্দা পুলিশ বলছে, আগের দলগুলোই নতুন নামে আনসার বাংলা ৭ নামে নাম নিয়েছে। তাই আগে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ বাংলাটিম, জেএমবি জঙ্গি, আইএসসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের দেওয়া তথ্য-উপাত্ত মিলিয়ে দেখা হচ্ছে।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বাংলানিউজকে বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আমরা কাজ করছি।
তিনি বলেন, হত্যার দায় স্বীকার করে টুইটারে যে বার্তা দেওয়া হয়েছে, সে বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে।
‘কারা কোথা থেকে এ টুইট করেছে সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি,’—যোগ করেন কৃষ্ণপদ রায়।
এদিকে এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তৎপর রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব)।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বাংলানিউজকে বলেন, বিষয়টি নিয়ে আমরাও গভীর অনুসন্ধান চালাচ্ছি।
নানা ধরনের তথ্য-উপাত্তের ভিত্তিতে একাধিক টিম এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বইমেলা থেকে ফেরার পথে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা সন্ত্রাসী হামলার শিকার হন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অভিজিতের মৃত্যু হয়। বন্যাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
** অভিজিৎ হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি এলাকা
** অভিজিৎ হত্যার প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির
** হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান
** অভিজিৎ হত্যার নিন্দা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির
** জঙ্গিদের দায়ী করে অভিজিতের বাবার মামলা
** অভিজিৎ হত্যার নিন্দা অনুসন্ধিৎসু চক্রের
** ‘অভিজিৎ টার্গেট ওরিয়েন্টেড কিলিং’
** বিচারহীনতার কারণেই একের পর এক হত্যাকাণ্ড
** সন্ত্রাসী হামলায় লেখক অভিজিৎ নিহত, আহত স্ত্রী
** অভিজিৎ হত্যাকারীদের ধরতে অভিযান চলছে
** সন্ত্রাসী হামলায় লেখক অভিজিৎ রায় নিহত, আহত স্ত্রী
** সন্ত্রাসী হামলায় আহত লেখক অভিজিৎ রায়ের মৃত্যু
** টিএসসিতে সন্ত্রাসী হামলায় দম্পতি জখম
** অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার চায় ওয়ার্কার্স পার্টি
** ‘অভিজিৎ খুনের বিরুদ্ধে আমরাই রুখে দাঁড়াবো’
বাংলাদেশ সময় : ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫