ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে বাসচাপায় আহত যুবকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
শেরপুরে বাসচাপায় আহত যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় খোকন মিয়া (৩০) নামে আহত এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুর আড়াইটার দিকে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সোহেল রানা (৩৬) নামে এক জন নিহত হন। এ সময় খোকন মিয়া ও মনো মিয়া (২৭) আহত হন।

আহত খোকন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত খোকন মিয়া পৌরশহরের উত্তর সাহাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘটনাস্থলে নিহত সোহেল ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বর্মন বাংলানিউজকে জানান, সোহেল রানাসহ তিন আরোহী একটি মোটরসাইকেল করে চান্দাইকোনা থেকে শেরপুরে যাচ্ছিলেন। পথে শেরুয়া বটতলা এলাকায়  সরকারি মৎসখামারের সামনে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এছাড়া, অপর দুই আরোহী খোকন মিয়া ও মনো মিয়া আহত হয়।

** শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।