ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে চোরাই অটোরিকশাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
সিলেটে চোরাই অটোরিকশাসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে শহরতলীর শাহপরানস্থ সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করা হয়।



গ্রেফতারকৃতরা হচ্ছেন- কিশোরগঞ্জ জেলার নিকলা থানার রসুলপুর উত্তর পাড়া গ্রামের মৃত ছেনু মিয়ার ছেলে মো. মুখলেছ মিয়া (৩২) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার চৈতন্যগঞ্জের মৃত জাফর মিয়ার ছেলে মো. মকবুল মিয়া (৩৫)।

উদ্ধারকৃত চোরাই গাড়িসহ দু’জনকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. জালাল উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।