মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪১) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক জানান, মৃতদেহ কয়েকদিন আগের হওয়ায় পচন ধরেছে। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, গত সপ্তাহে পাটুরিয়ায় পদ্মায় লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ কোনো নারীর মৃতদেহ হতে পারে এটি বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫