ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
সবুজবাগে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সবুজবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (২৫) পরিচয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যে ৬টার দিকে বৌদ্ধমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পথচারী নাসির জানান, সন্ধ্যায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী ওই ভ্যানকে বাস ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাতটার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।