ঢাকা: রাজধানীর সবুজবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (২৫) পরিচয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যে ৬টার দিকে বৌদ্ধমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পথচারী নাসির জানান, সন্ধ্যায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী ওই ভ্যানকে বাস ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাতটার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫