চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে জামাল শেখ (৩৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তার বাবা। পরে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে উপজেলার গুনাইঘর গ্রামে এ ঘটনা ঘটে। জামাল শেখ গুনাইঘর গ্রামের চানু মিয়ার ছেলে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিকেলে চানু মিয়াসহ পরিবারের সদস্যরা জামালকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেন চৌধুরী তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫