রামু (কক্সবাজার): সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে রোববার (১ মার্চ) রামু আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন বেলা ১১টায় রামু পৌঁছে উপজেলার রাজারকুল ইউনিয়নে নতুন স্থাপিত সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি সেনাবাহিনীর একটি ডিভিশন, দুইটি পদাতিক ইউনিট, একটি পদাতিক ব্রিগেট ও একটি আর্টিলারি ইউনিটসহ পূর্ণাঙ্গ স্থায়ী সেনানিবাস উদ্বোধন করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর রামু আগমনে ঘিরে শৈল্পিক সাঁজে সজ্জিত করা হয়েছে ১০ পদাতিক ডিভিশন। একইসঙ্গে সজ্জিত হয়েছে রামু উপজেলার অলিগলি।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রামু আগমনে কক্সবাজার জেলাসহ রামু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য।
প্রধানমন্ত্রীর রামু সফরকে কেন্দ্র করে নতুন স্থাপিত সেনানিবাস এলাকার মূল পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সেনাবাহিনী ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক মাজহারুল আল-কবির বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীকে বরণ সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫