ঢাকা: রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন দুই পুলিশ কনস্টেবল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
সহকর্মী পুলিশ সদস্য মাহবুব হোসেন বাংলানিউজকে জানান, রাজারবাগ থেকে বিকালে গুলিস্তান এলাকায় ঘুরতে বের হন তারা।
সেখানে কিছু খাওয়ার পরই দুজনই অচেতন হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তারা হাসপাতালের মেডিসেন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫