ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পড়ে দুই পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পড়ে দুই পুলিশ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন দুই পুলিশ কনস্টেবল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার দুই পুলিশ সদস্য হলেন- নূর হোসেন (৩০) এবং সাইদুল ইসলাম (৩০)। তারা উভয়েই রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত।

সহকর্মী পুলিশ সদস্য মাহবুব হোসেন বাংলানিউজকে জানান, রাজারবাগ থেকে বিকালে গুলিস্তান ‍এলাকায় ঘুরতে বের হন তারা।

সেখানে কিছু খাওয়ার পরই দুজনই অচেতন হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তারা হাসপাতালের মেডিসেন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।