নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ মো. সুমন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পুরুষৌত্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সুমন চাটখিল উপজেলার সোনাপুর ইউনিয়নের পুরুষৌত্তমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলজি ও গুলিসহ সন্ত্রাসী সুমনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।
এ ঘটনায় সুমনের বিরুদ্ধে অস্ত্রআইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫