ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পিনাক ৬ লঞ্চ মালিকের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
পিনাক ৬ লঞ্চ মালিকের জামিন ফাইল ফটো

ঢাকা: মাওয়ায় পিনাক ৬ ডুবে যাওয়ার ঘটনায় করা মামলায় লঞ্চ মালিক আবু বকর সিদ্দিক কালুকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (০২ মার্চ) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


 
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

গত বছরের ৪ আগস্ট মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার পথে দুই শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায় পিনাক ৬ লঞ্চটি।

পরদিন ওই ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রীবহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে লঞ্চ মালিক আবু বকর, লঞ্চের চালক নবী ও কাওড়াকান্দি ঘাট পরিচালনাকারী আবদুল হাই সিকদারসহ ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া।

পরে ১৪ আগস্ট বুধবার ভোরে চট্টগ্রামের আগ্রাবাদ হাউজিং এলাকা থেকে লঞ্চ মালিক আবু বকরকে গ্রেফতার করে ৠাব।

গ্রেফতারের পর চলতি বছরের ২৫ জানুয়ারি বিচারিক আদালত তার জামিন নাকচ করেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে সোমবার তার ছয় মাসের জামিন মঞ্জুর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।