বগুড়া: ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করায় দুইজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বগুড়ার একটি আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
সোমবার (০২ মার্চ) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া জেলা শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ার মৃত আব্দুস সবুরের ছেলে বিদ্যুৎ ও জিল্লাল মণ্ডলের ছেলে রবিউল।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০৬ সালের ৩ মার্চ নিশিন্দারা মন্ডলপাড়ার খোরশেদ আলমের ছয় বছরের মেয়ে খুশিকে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি।
পরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করার পর বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখে তারা।
এ ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় বগুড়া সদর থানায় এ সংক্রান্ত একটি মামলা করেন নিহত খুশির বাবা খোরশেদ আলম। এরপর ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় জড়িত বিদ্যুৎ (১৮) ও রবিউলের (১৮) জবানবন্দি নেওয়া হয়।
মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০০৬ সালের ৩০মে বিদ্যুৎ ও রবিউলকে দায়ী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দন্ডবিধির ৯(৩) তৎসহ ৩৭৯ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ও তৎকালীন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুয়াদ।
পরবর্তীতে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিদ্যুৎ ও রবিউলের বিরুদ্ধে আদালত ফাঁসির আদেশ দেন বলে জানান অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু।
তিনি জানান, একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু ছাড়াও ছিলেন এইচ আই হাফিজ দিপু ও আশরাফুর নাহার স্বপ্না। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বারী আকন্দ ও নুরুল হুদা হেদায়েত।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫