কক্সবাজার: কক্সবাজার শহরে বালুভর্তি মিনি ট্রাকের চাপায় ওয়াছকিমা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে নতুন জেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াছকিমা শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার মাটিয়াতলী গ্রামের খাইরুল আমিনের মেয়ে ও মিয়াজি হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির মা মরিয়ম বাংলানিউজকে জানান, তিনি ওয়াছকিমাকে নিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন। পথে নতুন জেলগেটের কাছে হঠাৎ ট্রাকটি ওয়াছকিমাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) খালেদ বাংলানিউজকে জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫