ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জুড়ীতে ১৬০০ চকলেট বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
জুড়ীতে ১৬০০ চকলেট বোমা উদ্ধার বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রাম থেকে এক হাজার পাঁচশ ৮৪টি চকলেট বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

এ সময় কয়েক প্যাকেট নাসির বিড়িও উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ৫২ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, রাতে গোপন সংবাদের ভিতিত্তে কোনাগাঁও গ্রামে অভিযান চালায় পুলিশ। পরে গ্রামের ছালাম মিয়ার বাড়ির পাশ থেকে এ চকলেট বোমা ও বিড়ি উদ্ধার করা হয়।

৫২ বিজিবি ফুলতলা ক্যাম্পের হাবিলদার ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এগুলো জুড়ী কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে।

** শ্রীপুরে ১২০টি চকলেট বোমা উদ্ধার

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।