মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো সপ্তম শ্রেণির ছাত্রী রোখসানা (১৩)।
সোমবার (০২ মার্চ) দুপুরে উপজেলা সদরের শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বাংলানিউজকে বলেন, শ্যামনগর গ্রামের বিল্লাল হোসেন মৃধার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে রোখসানার সঙ্গে পার্শ্ববর্তী কাশিয়ানী গ্রামের শামিম মিয়ার (৩০) বিয়ের দিন ঠিক হয়। বিয়ে উপলক্ষে কনের বাড়ি-ঘর রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। তৈরি করা হয় তোরণ। শতাধিক যাত্রী নিয়ে কনে বাড়িতে উপস্থিত হন বর। বিয়ে রেজিস্ট্রির জন্য কাজী সাহেবও প্রস্তুত।
এ সময় ব্র্যাকের মানবাধিকার কর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমি পুলিশ নিয়ে কনের বাড়িতে গিয়ে দ্রুত বিয়ে বন্ধের ব্যবস্থা করি। এ সময় বর ও কনের পরিবারের সদস্যরা কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে হবেনা মর্মে মুচলেকা দিলে বরপক্ষকে ফেরত পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫