বগুড়া: বগুড়ায় আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছেন একজন মোটরসাইকেল আরোহী ও তিনজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
সোমবার (২ মার্চ) এসব দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকসহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সোয়া একটার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর কাজিপাড়া বৌ-বাজার এলাকায় নওগাঁগামী অজ্ঞাত পরিচয় ট্রাক সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ময়না দত্ত (৪৫) মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত ময়না দত্ত বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মীতলা গ্রামের সুনীল দত্ত ওরফে বাবলু সোনারের ছেলে। তিনি পেশায় ছিলেন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
এর আগে দুপুর একটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মিলিটারি চেকপোস্টের কাছে বার্নিঘাট এলাকায় বগুড়াগামী অজ্ঞাত পরিচয় ট্রাক পেছন থেকে চাপা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী রঞ্জু মিয়া (২৮)। আহত হন সঙ্গে থাকা নাইম (২৪)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত রঞ্জু বগুড়ার শেরপুর উপজেলার গোপালপুর এলাকার মো. জলিলের ছেলে।
আহত নাইম একই উপজেলার রণবীরবালা এলাকার মৃত জেলানুর রহমানের ছেলে। নাইমকে শাজাহানপুর উপজেলার স্থানীয় প্রফেসর ক্লিনিকে নেওয়া হয়েছে।
এছাড়া সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলাধীন বনানী এলাকায় রংপুরগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় তিন যাত্রী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫